তিন মার্চেন্ট ব্যাংকের আইপিও কোটা বাতিল

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-২৪ ২০:৪৬:১৮


পুঁজিবাজারে কাজ করা তিনটি মার্চেন্ট ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কোটা বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। আজ বিএসইসির ৭৬৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির সূত্র মতে, কোম্পানি তিনটি হলো-বেঙ্গল ইনভেস্টমেন্ট লিমিটেড,সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড এবং পিএলএফএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

এছাড়ও প্রতিষ্ঠানসমূহ ২০২১ সালের ৩০ জুনের মধ্যে মুলধন ঘাটতি পূরণে ব্যর্থ হলে তাদের মার্চেন্ট ব্যাংকার নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরু হবে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীহ হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের উপদেষ্টা এসএম মাহমুদ হোসেন সানবিডিকে বলেন- আমাদের মূলধন বাড়ানোর কাজ চলছে। আগামী দুই সপ্তাহের মধ্যে আমাদের কাজ শেষ হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানিয়া শারমিন সানবিডিকে বলেন, আমাদের মুলধুনের ঘাটতি রয়েছে। বৃদ্ধির কাজ খুব দ্রুত শেষ করতে পারবো বলে আশাবাদী তিনি।

পিএলএফএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল মুক্তাদির সানবিডিকে বলেন, আইন অনুযায়ী ২৫ কোটি টাকা মুলধন প্রয়োজন হয় মার্চেন্ট ব্যাংকের জন্য। কিন্তু আমাদের মুলধন রয়েছে ২৪ কোটি ১৫ লাখ টাকা। মাত্র ৮৫ লাখ টাকার ব্যবধান আছে আমাদের।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি;আইনি কিছু জটিলতার কারণে তা করতে একটু সময় লাগছে। তবে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে স্বল্প সময়ের মধ্যে কাজ করতে পরবো।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর