বিমা খাত দেশের অর্থনীতির আয়না
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৩-০১ ১২:৩৮:৩৭
যে দেশের অর্থনীতি শক্তিশালী সে দেশের বিমা খাত ততটা শক্তিশালী। আর বিমাই হচ্ছে দেশের অর্থনীতির আয়না এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
সোমবার ( ১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিমা দিবসে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা চায়না ভারতের ন্যায় উন্নয়নশীল দেশের কাতারে অবস্থান করছি।
বাংলাদেশে গত দশ বছরে ১৭৮ শতাংশ জিডিপি বৃদ্ধি পেয়েছে। যা বিশ্বের কোন দেশ করতে পারেনি। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় চায়না এবং ভারতের সমান। পিছনে তাকানোর সময় নেই, সময় এখন বাংলাদেশের। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানুষ।