আজ শুরু হচ্ছে এনবিআরের প্রাক-বাজেট আলোচনা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-৩০ ১২:৩৬:৫১


আজ সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনা।মোট ৩০টি খাত-উপখাতের প্রতিনিধিদের সঙ্গে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটের শুল্ক, ভ্যাট ও করসংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবে এনবিআর। এটি চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত। এনবিআরের আয়োজনে মাসব্যাপী এ আলোচনায় খাতভিত্তিক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান বা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। বোর্ডের পক্ষ থেকে রবিবার এ-সংক্রান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার (১ মার্চ) প্রথম দিন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এ সভা শুরু হবে। সভাটি সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে ওইদিন বেলা সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সব বিভাগীয় শহরেও একটি করে মতবিনিময় সভা হবে। সব বৈঠকেই এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সানবিডি/এনজে