পুলিশের সমালোচনাকারীদের মুখে ছাই পড়ুক: আইজিপি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০১ ১৫:১৯:৪৩
পুলিশ জনগণের সেবক বলে মন্তব্য করেছেন, পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমদ।তিনি বলেন, দেশের জনগণের নিরাপত্তায় পুলিশ সবসময় তৎপর রয়েছে। তাহলে কেন সবসময় পুলিশকে প্রতিপক্ষ বানানো হয়।
আজ সোমবার (১ মার্চ) সকালে মিরপুর ১৪ নম্বর স্টাফ কলেজ অডিটোরিয়ামে পুলিশ মেমোরিয়াল ডে ২০২১ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘পুলিশ কারও প্রতিপক্ষ নয়, রবিবার (২৮ ফেব্রুয়ারি) প্রেস ক্লাবের সামনে এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পেটানো হয়েছে। তারপরও পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে কাজ করছে। পুলিশকে পেটানোর ঘটনায় কোন রিফ্লেকশন হয়নি। এ বিষয়টি নিয়ে কেউ কোনও কথা বলেনি। যারা এদেশে বেশি বড় হয়ে এদেশের বুকে ছুরি মারতে চায় তাদের মুখে ছাই দিতে চায় শৃঙ্খলা বাহিনী।’
সানবিডি/এনজে