টেকনাফে পানি সরবরাহ উন্নয়ন
জাপান ও ইউএনএইচসিআরের ১০ মিলিয়ন ডলার সহায়তা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-০১ ২০:১৬:৫০
সমুদ্রতীরবর্তী কক্সবাজার জেলার উপজেলার স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পানি সরবরাহ ও বন্টন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে জাপান সরকার এবং জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) আরো প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা করবে।
এজন্য উভয় পক্ষ গত ২৮ ফেব্রুয়ারি একটি চুক্তি সম্পাদন করে। জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বাংলাদেশ-এর ঢাকা কার্যালয়ে সম্পাদিত একটি অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষর করেন বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস এর রাষ্ট্রদূত ইতো নাওকি এবং জাতিসংঘ শরণার্থী সংস্থা বাংলাদেশ এর সহকারি প্রতিনিধি ফুমিকো কাশিওয়া।
দীর্ঘদিন যাবত টেকনাফ উপজেলার স্থানীয় জনগোষ্ঠী নিরাপদ পানির সমস্যায় নানারকম প্রতিকূলতা মোকাবেলা করছে। মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী জোরপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিলে সাম্প্রতিক বছরগুলিতে এই পরিস্থিতি আরো সংকটময় হয়ে ওঠে। এই সহায়তা পানি সরবরাহ স্থিতিশীল করতে এবং উভয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে অবদান রাখবে।
সানবিডি/এনজে