চট্টগ্রামে শুরু হয়েছে বিসিক শিল্প ও পণ্য মেলা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০২ ১৪:২২:৫৪


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বিসিক শিল্প ও পণ্য মেলা’ আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চট্টগ্রাম জেলা কার্যালয়। রোববার শুরু হওয়া এ মেলা চলবে ৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রামে বিসিক ভবন প্রাঙ্গণে মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

এই মেলার উদ্বোধন করেন বিসিক চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো. মোতাহার হোসেন (উপসচিব)। এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয় চট্টগ্রামের উপমহাব্যবস্থাপক আহমেদ জামাল নাসের চৌধুরীসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

এই মেলায় বিসিকের ঋণ ও প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদোক্তাদের তৈরি ক্ষুদ্র ও কুটিরজাত সামগ্রীসহ অন্য উদ্যোক্তাদের পণ্য ৩৪টি স্টলে প্রদর্শিত হচ্ছে।

সানবিডি/এনজে