বেনাপোল ও শার্শায় সোনালী ব্যাংকের গ্রাহক সেবা মাস উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০২ ১৫:১১:৫৮


‘দৃপ্ত শপথ মুজিব বর্ষে আমরা থাকব সবার শীর্ষে’ এই স্লোগানে সোমবার সকালে সোনালী ব্যাংক লিমিটেড বেনাপোল শাখায় গ্রাহক সেবার উদ্বোধন করেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. আজিজুর রহমান।

সোনালী ব্যাংক বেনাপোল শাখার ম্যানেজার আখতার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. মো. নেয়ামুল ইসলাম ও বেনাপোল স্থল বন্দরের ডেপুটি ডাইরেক্টর (ট্রাফিক) মো. মামুন কবির তরফদার।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডে বেনাপোল শাখার অফিসার এস এম রোকনুজ্জামান।

এ দিকে একইদিনে সোনালী ব্যাংকের শার্শা শাখায়ও গ্রাহক সেবার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, সোনালী ব্যাংক লিমিটেড শার্শা শাখা ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শার্শা উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফার হোসেন। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন অত্র শাখার ক্যাশ ইনচার্জ কৃষ্ণ পাল।