২১টি বাসে ভাসানচরের পথে রোহিঙ্গাদের যাত্রা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-০২ ১৫:১৭:২৫
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্ত্যচুত হয়ে বাংলাদেশের কক্সবাজারের ঘিঞ্জি শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নেয়া রোহিঙ্গারা পঞ্চম দফায় (প্রথম অংশ) ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। আজ মঙ্গলবার দুপুর ১ টায় উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে চট্টগ্রামের পথে তাদের নিয়ে যাত্রা শুরু করেছে ২১টি বাস।
এই বাসগুলোতে প্রায় হাজার খানেক রোহিঙ্গা রয়েছে জানা বলে গেছে। আজ আরেকটি দলেরও যাওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার বিকেলে এই রোহিঙ্গাদের কক্সবাজারের ঘিঞ্জি শরণার্থী শিবিরগুলো থেকে বাসে করে আনা হয়।
বুধবার সকালে চট্রগ্রাম নৌবাহিনীর জাহাজে করে পঞ্চম দফায় রোহিঙ্গাদের একটি দল ভাসাচনরে পৌঁছবে উল্লেখ করে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) খোরশেদ আলম খান জানান, এবার আরো ৩ হাজার রোহিঙ্গা ভাসানচরে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। তবে এই সংখ্যার হেরফের হতে পারে।
রোহিঙ্গাদের ভাসানচরে স্থাআন্তর প্রক্রিয়ার শুরুতে গত ৪ ও ২৯ ডিসেম্বর ৩ হাজার ৪৪৬ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। এরপর ২৯ জানুয়ারি তৃতীয় ধাপের প্রথম অংশে ১ হাজার ৭৭৮ জন এবং ৩০ জানুয়ারি দ্বিতীয় অংশে ১ হাজার ৪৬৩ জনকে ভাসানচরে নেওয়া হয় এবং চতুর্থ দফায় দুই দলে ৩ হাজার ২০ জন পৌঁছান সেখানে। বর্তমানে ৯ হাজার ৭০৭ জন রোহিঙ্গা ভাসানচরে বসবাস শুরু করেছেন। এছাড়া এরও আগে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা ৩০৬ জন রোহিঙ্গাকে গত বছরের মে মাসে ভাসানচর নেওয়া হয়।
সানবিডি/এনজে