দর পতনের শীর্ষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০২ ১৬:২১:২৭
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫০ বারে ২১ হাজার ৬৬৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭০২ বারে ২১ হাজার ৫০৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৫৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০৩ বারে ৩৮ হাজার ২৭৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- শ্যামপুর সুগারের ২ দশমিক ৪৭ শতাংশ, জিলবাংলা সুগারের ২ দশমিক ৩৪ শতাংশ, মিরাকলের ২ দশমিক ২৫ শতাংশ, বঙ্গজের ২ দশমিক ২৩ শতাংশ, রেকিট বেনকিজারের ২ দশমিক ০১ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১ দশমিক ৭৩ শতাংশ ও এমআই সিমেন্টের শেয়ার দর ১ দশমিক ৬১ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৪:২০/২/৩/২০২১