বৈশ্বিক বাজারে সুদিন ফিরছে মালয়েশীয় পাম ওয়েলের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৩ ১৪:০৬:২৪


ভোজ্যতেলের বৈশ্বিক বাজারে চাঙ্গা ভাব বিরাজ করায় যেন সুদিন ফিরছে মালয়েশিয়ার পাম ওয়েলের।দর বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকায় রফতানিতেও বেশ প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছে দেশটি। এ অবস্থায় চলতি বছর দেশটিতে পাম অয়েলের মাসিক গড় মজুদের পরিমাণ ১৫ লাখ টনের নিচে থাকবে বলে জানিয়েছে মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল (এমপিওসি)। খবর রয়টার্স।

বর্তমোনে বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম ওয়েল ‍উৎপাদক ও  রফতানিকারক দেশ মালয়েশিয়া। তবে শুষ্ক আবহাওয়া ও শ্রমিক সংকটে গত বছর দেশ দুটিতে ভোজ্যতেলটির উৎপাদনের পরিমাণ কমতির দিকে ছিল। ফলে গত বছরের শেষের দিকে মালয়েশিয়ার মজুদের পরিমাণ ১২ লাখ ৭০ হাজার টনে নেমে আসে, যা ১৩ বছরের সর্বনিম্ন।

তবে চলতি বছর মালয়েশিয়ায় পাম অয়েল উৎপাদনের পরিমাণ বেশ বৃদ্ধির প্রত্যাশা করছে এমপিওসি। উৎপাদনের পাশাপাশি এ বছর রফতানিতেও বড় প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছে তারা। ফলে এ বছর মজুদের পরিমাণ সামান্যই বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে রাষ্ট্রীয় এ নিয়ন্ত্রক সংস্থা।

সানবিডি/এনজে