চট্টগ্রামে ডাকাতিকালে নারী হত্যায় ৪ জনের মৃত্যুদন্ড

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-০৩ ১৭:১৯:৫৯


বন্দরনগরী চট্টগ্রামের রৌফাবাদ এলাকায় পাঁচ বছর আগে ডাকাতি করার সময় এক নারীকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ (৩ মার্চ) ‍বুধবার এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলম ভুঁইয়া। এসময় প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজা দেয়া হয়।

এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- মো. ইয়াছিন, মনসুর, আবু তৈয়ব ও মো. ইছহাক। রায় ঘোষণার সময় আদালতে আসামি  ইয়াছিন আদালতে উপস্থিত ছিল। অন্যরা পলাতক রয়েছে।

এই তথ্য নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি নোমান।

এ বিষয়ে মামলার নতি থেকে জানা যায়, ২০১৬ সালের ৫ মার্চ রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদে বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির জনাবা ভিলার তৃতীয় তলার বাসায় পারভিন আকতার নামের ওই নারীকে হত্যা করা হয়।

সানবিডি/এনজে