জরুরিভিত্তিতে সাড়ে ৫ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৩ ১৮:৩৮:৪৩
দেশের চালের সংকট কাটাতে এবং মজুত বাড়াতে জরুরি ভিত্তিতে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।আমদানির এই চাল যেন দ্রুততম সময়ে দেশে আসে, তা নিশ্চিত করতে আগ্রহী আমদানিকারকদের দরপত্র দাখিলের সময়সীমা কমানো হয়েছে। আগে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র জমা দেওয়ার জন্য ৪২ দিন সময় দেওয়া হলেও এবারে সময় দেওয়া হচ্ছে ১০ দিন।
আজ বুধবার (৩ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে, তিন সপ্তাহ আগে একই কমিটির বৈঠকে আন্তর্জাতিক বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কেনাকাটার ক্ষেত্রে দরপত্রের সময়সীমা কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছিল। আজকের বৈঠকেই ‘রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে’ চাল আমদানির ক্ষেত্রে এই সময়সীমা ৪২ দিন থেকে ১০ দিনে নামিয়ে আনার সিদ্ধান্ত হলো।
সানবিডি/এনজে