করোনা টিকা কর্মসূচিতে ভ্যাট অব্যাহতি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৩ ২১:৩৬:০৫
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে কোভিড-১৯ নিরোধক টিকা আমদানি পরবর্তী সংরক্ষণ, বিপণন, পরিবহন, বিতরণ এবং টিকাদান কর্মসূচির ফিয়ের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে।
বুধবার (৩ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (মূসক নীতি) কাজী ফরিদ উদ্দীন স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, করোনা প্রতিরোধক বিভিন্ন সামগ্রীর পাশাপাশি দুই শর্তে কোভিড-১৯ নিরোধক টিকার আমদানি পরবর্তী সংরক্ষণ, বিপণন, পরিবহন, বিতরণ এবং টিকাদান কর্মসূচির ফিয়ের ওপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হলো।
তবে শুধুমাত্র বাংলাদেশ সরকারকে কোভিড-১৯ নিরোধক টিকা সরবরাহের ক্ষেত্রে এই অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে।
এছাড়া এই সুবিধা পেতে চাইলে কোভিড টিকা সরবরাহ বাবদ প্রাপ্ত অর্থের যাবতীয় হিসাব বিবরণী অর্থ প্রাপ্তির ১০ (দশ)
কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কমিশনারেটকে অবহিত করতে হবে বলে আদেশে জানানো হয়।