ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত শুরু আইসিসির

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৪ ১৪:৩৯:৫০


অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের পশ্চিমতীর ও গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধাপরাধ তদন্ত শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের প্রধান আইনজীবী ফাতু বেনসৌদা। খবর বিবিসির।

ফিলিস্তিনের ভূমিতে ইসরাইল কোনো যুদ্ধাপরাধ করেছে কিনা তা খতিয়ে দেখতে এ তদন্ত শুরু করেছে আইসিসি।

গত ২০১৪ সালে ফিলিস্তিনের গাজায় সহিংস কর্মকাণ্ড করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের নজরে পড়েছে ইসরাইল। এ জন্য দেশটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আইসিসি।

এই তদন্তের বিষয়ে এক বিবৃতিতে বেনসৌদা বলেন, ফিলিস্তিনের পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কার্যালয়ের তদন্ত শুরুর বিষয়টি আজ নিশ্চিত করছি। তদন্তটি স্বাধীন, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত, ভয় বা পক্ষপাতহীনভাবে পরিচালিত হবে।

সানবিডি/এনজে