ছবি আঁকার নেশা থেকেই উদ্যোক্তা চাঁদপুরের মাহমুদা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-০৪ ২০:০১:৩০
ইলিশের দেশ চাঁদপুরের মেয়ে মাহমুদা আক্তার। তিনি চাদঁপুর সরকারি কলেজর অনার্স প্রথম বর্ষের( ইংরেজি বিভাগ) অধ্যায়নরত শিক্ষার্থী।পড়ালেখার পাশাপাশি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি hand paint এর শাড়ি, পাঞ্জাবি, ওয়ান পিস, কাপল ড্রেস, কাঠের গহনা, হলুদের গহনা নিয়ে কাজ করছেন। তার পণ্য ডেলিভারির কাজ তিনি নাসিমা আক্তার নিসা’র প্রতিষ্ঠা করা অনলাইন উদ্যোক্তা প্ল্যাটফর্ম ওমেন এন্ড ই কমার্স ফোরাম (উই) এর মাধ্যমে করে থাকেন।এই কাজে তাকে বিশেষ অনুপ্রেরণা জোগান উই গ্রুপের উপদেষ্টা রাজীব আহমেদ। তিনি নিজের কাজকে এগিয়ে নিতে ‘স্বপ্নের রং’ নামে একটি অনলাইন পেইজ চালু করেছেন।
মাহমুদা আক্তারের উদ্যোক্তা জীবনে আসার গল্পটা জানতে চাইলে সানবিডি প্রতিনিধিকে তিনি জানান, ছোট বেলা থেকেই ছবি আঁকার প্রতি খুব নেশা ছিলো। গ্রামে থাকার কারণে আঁকাটা শিক্ষা হয়ে উঠেনি। অন্যদিকে এস এস সি ও এইচ এস সি তে ব্যবসায় শিক্ষার ছাত্রী হওয়ার কারণে তা আর হয়ে ওঠেনি। সব সময় মনে হতো কিছু করি। কিন্তু তা করার সাহস হয়ে উঠেনি কখনো। করোনার ছুটিতে বাসায় থাকার কারণে নিজের ছোট বেলার ইচ্ছেটা আবার জেগে উঠে। শুরু হয় আঁকাআকি। এর মধ্যে এক বন্ধু’র মাধ্যমে উইতে যুক্ত হই। উইতে যুক্ত হওয়ার পর উই এর পোস্ট গুলো পড়তে থাকি। সকল উদ্যোক্তাদের গল্প পড়ে অনুপ্রেরণা পাই। সিদ্ধান্ত নেই আমি এবার কিছু করবই। এটা আমি আমার দুইজন খুব ভালো বন্ধুকে জানাই। ওরা আমায় এতো বেশি সমর্থন করে যে আমি বলে বুঝাতে পারব না।
মাহমুদা আক্তার জানান, টিউশনি থেকে পাওয়া ১৫০০ টাকা দিয়ে শুরু হয় আমার ক্ষুদ্র উদ্যোক্তা জীবন। আমার প্রথম কাস্টমার হলো আমার বন্ধু। অল্প কিছু দিন হলো আমি আমার এ স্বপ্ন পূরণের কাজ শুরু করেছি জানি সফল হতে হলে আমার অনেক পরিশ্রমী, ধৈর্যশীল হতে হবে। দোয়া করবেন সবাই আামার জন্য যেন আমি আমার স্বপ্ন পূরণে সফল হতে পারি।
মাহমুদা আক্তার বলেন, বর্তমানে তিনি এই কাজে বেশ ভালো সাড়া পাচ্ছেন। ভবিষ্যতে তার উদ্যোগকে অনেকদূর এগিয়ে নিতে চান।
সানবিডি/ফাহমিদ জামান