করোনায় মৃত্যু ৬, শনাক্ত ৬৩৫
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-০৫ ১৬:৩২:৩২
দেশে মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৪১ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭১০টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬৩৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৯ হাজার ১৮৪ জন।
করোনাভাইরাস নিয়ে শুক্রবার (৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৬৭৬ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ এক হাজার ১৪৪ জন।
এর আগে বৃহস্পতিবার (৪ মার্চ) আক্রান্তদের মধ্যে মারা যান ৭ জন। এছাড়া ৬১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সে হিসাবে কোভিড-১৯ শনাক্তের ৩২২ তম দিন পার করছে বাংলাদেশ।
গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।