মটরসাইকেল নিবন্ধনে বিআরটিএর আয় ১৩০৭ কোটি টাকা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৬ ১৪:০৯:৪২
দেশে যাতায়াত সহজ হওয়ার ফলে দিন দিন বাড়ছে মটরসাইকেলের চাহিদা।প্রতিবছর এ সংখ্যা বেড়েই চলছে।এ কারণে মটরসাইকেল নিবন্ধন থেকে সরকারের রাজস্বের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য বলছে, গত ১০ বছরে মোটরসাইকেল নিবন্ধন থেকে সরকারের আয় এসেছে ১ হাজার ৩০৭ কোটি ৪০ লাখ টাকা। ৩১ লাখ ৯২ হাজার ৫১১টি মোটরসাইকেল নিবন্ধন থেকে এ আয় করেছে প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে বিআরটিএর তথ্য বলছে, গত পাঁচ বছরে গড়ে প্রতি বছর প্রায় চার লাখ মোটরসাইকেল নিবন্ধন হয়েছে। আর গত ১০ বছরে দেশে নিবন্ধিত গাড়ির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৪৯ হাজার ৮৮৬। এরমধ্যে মোটরসাইকেলের সংখ্যাই শতকরা ৬৮ দশমিক ৬৫ শতাংশ। ওই সময়ের মোট গাড়ি নিবন্ধন থেকে বিআরটিএর আয় হয়েছে ১০ হাজার ৫ কোটি ৪৭১ লাখ ৫৮ হাজার টাকা।
সানবিডি/এনজে