গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিহত ১ আহত ৪২
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৬ ১৮:০৪:৩৫
গাজীপুরে একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকান্ডের ঘটনায় মাসুম সিকদার (৩৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এই অগ্নিকান্ডে আহত হন ৪২ জন। এর মধ্যে দগ্ধ ১২ জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলার শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাঙনাহাটি এলাকায় অবস্থিত ঢাকা গার্মেন্ট অ্যান্ড ওয়াশিং লিমিটেড নামের পোশাক কারখানার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে নিহত হওয়া মাসুমের বাড়ি ঢাকার দোহার থানার কুসুমহাটি এলাকায়।তার বাবার নাম সূর্য শিকদার।
এ ব্যাপারে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ওই কারখানায় সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে সক্ষম হয়।
সানবিডি/এনজে