বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-০৭ ১৫:৪৩:৪৭
বগুড়ার শেরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৩৫) নামে এক চালক নিহত ও দুই হেলপার আহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে উপজেলার মির্জাপুরের রাজাপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলীর বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
আহতরা হলেন—পাথরবোঝাই ট্রাকচালকের সহকারী হাসান আলী (২৫) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের খলিলুর রহমানের ছেলে এবং সারবোঝাই ট্রাকের সহকারী নাটোরের বনপাড়ার আশেকপুর গ্রামের তাহের উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪০)।
তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে অন্তত এক ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সার বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮ ০৫৬৭) ও বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাক (চট্টগ্রাম মেট্টো ট ১১- ৫১ ৮৭) রাজাপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাথর বোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন দুই ট্রাকের সহকারী। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক কেটে হতাহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠিয়ে দেন।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, মহাসড়কে কুয়াশা ও চালকের পরিবর্তে হেলপার পাথরবোঝাই ট্রাক চালাচ্ছিলেন। ফলে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের সদস্যরা ট্রাক দুটি জব্দ করেছে।