৪১তম বিসিএস নিয়ে পিএসসির নির্দেশনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৭ ১৬:১৫:৩৪


চলতি মাসের ১৯ তারিখ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) নেওয়ার কথা রয়েছে। আগে থেকেই এই তারিখ নির্দিষ্ট করে রেখেছিল পিএসসি। এই নিয়ে এক বিবৃতিতে কিছু নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দেশের ৮টি বিভাগীয় শহরে এ পরীক্ষায় হাতঘড়ি, অলঙ্কার ও কোনো ধরনের ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রবিবার (৭ মার্চ) পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ এর বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় প্রিলিমিনারি টেস্টে (এমসিকিউ টাইপ) বই-পুস্তুক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ্য কোনো ডিভাইস, গহনা ও ব্যাগসহ পরীক্ষার হলে প্রবেশ করা নিষেধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

পরীক্ষা হল গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেট্রনিক ডিভাইজসহ নিষিদ্ধসামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধসমগ্রী সঙ্গে না আনার জন্য সব পরীক্ষার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, সময় জানার জন্য পরীক্ষার কক্ষে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা থাকবে। পরীক্ষার হলে প্রার্থীরা কানে কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে। অলঙ্কার জাতীয় কিছু ব্যবহার করতে পারবেন না। কানে কোনো ধরনের হিয়ারিং ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শসহ আগে পিএসসিকে অবহিত করতে হবে।