মায়ের কাছ থেকে শিখে কুশিপণ্যের উদ্যোক্তা শামীমা ইসলাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৭ ১৭:০৪:৫৮
শস্যভান্ডার খাত উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মেয়ে শামিমা ইসলাম।তার বাড়ি বড়পুকুরিয়া কয়লার খনি সংলগ্ন। তিনি অর্থনীতিতে অনার্স ৪র্থ বর্ষে অধ্যয়নরত। পড়ালেখার পাশাপাশি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার পণ্যের প্রচারের কাজ অনলাইন উদ্যোক্তা প্ল্যাটফর্ম ওমেন এন্ড ই কমার্স ফোরাম (উই) এর মাধ্যমে করে থাকেন। তিনি নিজের কাজকে এগিয়ে নিতে ‘মেরি ক্লোজেট’ নামে একটি অনলাইন পেইজ চালু করেছেন।
তার উদ্যোক্তা হওয়ার বিষয়ে জানতে চাইলে শামীমা ইসলাম সানবিডি প্রতিনিধিকে জানান, ‘আমার আব্বু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ছোটবেলা থেকেই আব্বুর মতো ব্যবসায়ী হওয়ার ইচ্ছা আমার। সব সময় ভাবতাম কিভাবে আব্বুর মতো হতে পারবো। পড়াশোনার জন্য আমি রংপুরে থাকি। বাইরে আসার পর থেকে আমার কিছু করার আগ্রহ আরো বেড়ে যায়। আমি যখন অনার্স ২য় বর্ষে পড়ি তখন শখের বসে বান্ধবীদের সাজাতে সাজাতে আমার বিউটিফিকেশন এর উপর ভালবাসা আসে এরপর বিউটিফিকেশন এর কোর্স করি। এরপর মেসের রুমেই ছোট একটা পার্লার দেই। আমার ‘শামীমা ইসলাম মেকওভার’ এ নামমাত্র সার্ভিস চার্জ এ আমি মেয়েদের সেবা দেই, যেন তাদের বাড়তি খরচ না করতে হয়।’
শামীমা ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই চলছিল এর মধ্যে বিশ্বব্যাপী করোনা ভাইরাস আঘাত হানলো। আমরা সবাই ঘর বন্দি হয়ে গেলাম। আর সবার মতো আমিও বাড়িতে বসে বসে অলস সময় কাটাচ্ছিলাম। আমার আম্মু অনেক গুনী একজন মানুষ, সব ধরনের হাতের কাজে আম্মু দক্ষ। লকডাউন এ আম্মুর কাছ থেকে কুশিকাটার কাজ শিখি। ফেসবুকে কাজের ছবি আপলোড করতাম সবাই অনেক পছন্দ করতো, দুই একজন তো অর্ডার ও করে ফেলে। আমি তখন মাত্র ১০০০ টাকার সুতা কিনে এনে আমার আম্মু আর ছোট দুই ভাইয়ের সাহায্যে কুশিকাটার কুশিপন্য নিয়ে কাজ শুরু করি। এখন পর্যন্ত আমি ২৫ হাজার টাকার পণ্য সেল করেছি।
তিনি আরও বলেন,‘আমার পরিচিত ছোট বোন তাসনিম এর মাধ্যমে আমি উই তে এড হই। উই তে সবার পোস্ট পড়ে নিজের উদ্যোগ এর ব্যাপারে আরো সিরিয়াস হই। উই এর আমি একজন নিয়মিত মেম্বার। উই এবং ডিএসবি থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি এজন্য ধন্যবাদ রাজিব আহমেদ স্যার এবং নিশা আপুকে।’
শামীমা ইসলাম জানান, আমার উদ্যোগে কুশিপণ্যের পাশাপাশি খিমার, বোরখা এবং আমার ডিজাইন করা নিকাব যুক্ত করেছি।আলহামদুলিল্লাহ সবার দোয়া, ভালবাসা এবং সহযোগিতায় অনেক সাড়া পাচ্ছি। এখনো অনেক পথ বাকী, সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আমার স্বপ্ন পূরন করতে পারি।
সানবিডি/ফাহমিদ জামান