দোয়েল পরিবহনের সততায় ২০ লাখ টাকা ফিরে পেলেন যাত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৩-০৮ ১৪:৫৮:৪৪


জমি বিক্রি করার ২০ লাখ টাকা নিয়ে চাঁদপুরের গনি আমিন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চলে যাওয়ার উদ্দেশে ঢাকার গুলিস্তান থেকে দোয়েল পরিবহনে উঠেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা থেকে গুলিস্তান রুটে চলাচলকারী দোয়েল পরিবহনটি যাত্রীর গন্তব্য মেঘনা কাউন্টারে আসলে তিনি টাকার ব্যাগ রেখে চলে যান। পরে কাউন্টারের সুপার ভাইজার, চালক ও সংশ্লিষ্ট সকলের সহযোগীতায় ৭ মার্চ রবিবার বিকেলে যাত্রীর পুরো টাকা ফিরিয়ে দিয়েছেন দোয়েল পরিবহন কর্তৃপক্ষ।

চাঁদপুরের মতলব উত্তর ছেঙ্গারচর পৌরসভার গনি আমিন বলেন, ২০ লাখ টাকাভর্তি ব্যাগ রেখে নামার পর ব্যাগের কথা মনে হলে দ্রুত কাউন্টারে এসে দেখি ততক্ষণে দোয়েল পরিবহনের গাড়িটি চলে গেছে।

আমরা সঙ্গে সঙ্গে মেঘনা কাউন্টারে গিয়ে সুপারভাইজারকে টাকা খোয়ানোর বিষয়টি বলি।গাড়ির নম্বর না জানায় কখন গাড়িটি গুলিস্তান থেকে ছেড়ে আসে তা জানাতেই আমাদের চা-নাস্তার ব্যবস্থা করেন এবং তারা এ সময় মেঘনা ছেড়ে যাওয়া সব গাড়িতে তল্লাশি চালান এবং টাকার ব্যাগের সন্ধান পান।

পরে রোববার আমি আমার পৌরসভার মেয়র, কমিশনারের মাধ্যমে টাকার মালিকানার উপযুক্ত প্রমাণ দিলে তারা আমাকে টাকার ব্যাগটি ফিরিয়ে দেন। টাকা ফিরিয়ে দিয়ে আমাদের পুরো পরিবারকে মারাত্মক ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। হারানো টাকা ফিরে পেয়ে আমি আনন্দে কেঁদে ফেলি। এর বিনিময়ে তাদের এক কাপ চা পর্যন্ত খাওয়াতে পারিনি। উল্টো তারাই আমাদের খাওয়া-দাওয়া ও গাড়িভাড়া পর্যন্ত দিয়েছে।

দোয়েল পরিবহনের চেয়ারম্যান ভোরের কাগজের সাংবাদিক আব্দুস ছাত্তার প্রধান ও এমডি গোলজার ভূঁইয়া জানান, যাত্রীর ফেলে যাওয়া আমানত ফেরত দিতে পেরে আমরা আনন্দিত। এর আগেও অনেক যাত্রীর টাকা ও মূল্যবান জিনিসপত্র পেয়ে যাত্রীদের হাতে তুলে দিয়েছি।
তারা বলেন, আমাদের দোয়েল পরিবারের জন্য আপনারা মন খুলে দোয়া করবেন আমরা যেন সততার সঙ্গে যাত্রীসেবা দিতে পারি।