বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন শাহজাহান ঢালী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৮ ১৮:৫২:৩২
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংক পরিদর্শন বিভাগ-১ এর উপমহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ শাহজাহান ঢালী।
রবিবার (০৭ মার্চ) এক নির্দেশে তাকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি প্রদানপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে আবকাশিক হিসেবে বহাল করা হয়েছে।
শাহজাহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র-বিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে সরাসরি অফিসার পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ব্যাংক পরিদর্শন বিভাগ-১ সহ বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের বিভিন্ন বিভাগে সাফল্যের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি দাপ্তরিক ও ধর্মীয় কাজে মালয়েশিয়া, শ্রীলংকা ও সৌদি আরব ভ্রমণ করেছেন। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
সানবিডি/এনজে