নোবিপ্রবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-০৮ ১৮:৫৬:৪০


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদযাপিত হয়েছে।

সোমবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। আর্থ সামাজিকসহ  সকল জায়গায় নারীর সম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আজ নারী দিবস পালিত হচ্ছে। ১৯৭৫ সাল থেকে  জাতিসংঘের পক্ষ থেকে  ৮ ই মার্চকে  ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালন করছে। এ বছরের  নারী দিবসের প্রতিপাদ্য ‘করোনা কালে নারী নেতৃত্ব-গড়বে নতুন সমতার বিশ্ব।’

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামানে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক  ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। এসময় তিনি  বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের পেছনে বিগত এক দশক ধরে নারীদের অবদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি চলমান থাকলে বাংলাদেশ শিঘ্রই উন্নত বিশ্বের কাতারে পদার্পন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান, নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. জসীম উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি নার্গিস আক্তার হেলালী।

এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির অনুষদসমুহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ এবং নারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সানবিডি/এনজে