‘নারী-পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান’ ডিআরইউর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৩-০৮ ১৯:৩৭:৩৫


মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে আন্তর্জাতিক নারী দিবসের তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

প্রথম দিনে আজ ৮ মার্চ, ২০২১ সোমবার সকালে আন্তর্জাতিক নারী দিবসের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের নেতৃত্বে র‌্যালিটি ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বর থেকে বের হয়ে মৎস্য ভবন পর্যন্ত প্রদক্ষিণ করে ডিআরইউ কার্যালয়ে এসে শেষ হয়। পরে নারী দিবসের কেক কাটা হয়।

ডিআরইউ’র নারী বিষয়ক সম্পাদক রীতা নাহারের পরিচালনায় কেক কাটার পর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও সৈয়দ শুকুর আলী শুভ, বর্তমান সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাবেক নারী বিষয়ক সম্পাদক সুমি খান, সাবেক কল্যাণ সম্পাদক সম্পাদক শাহনাজ শারমীন, সিনিয়র সদস্য শাহীন হাসনাত প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বৈষম্যহীন সমতার সমাজ গড়তে নারী-পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামীকাল ৯ মার্চ সকাল ১১টায় থাকছে ডিআরইউ’র উদ্যোগে মূল আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ‘পাঁচ দশকে বিভিন্ন পেশায় নারীর অগ্রগতি, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

এতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সম্মাননা দেয়া হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছয়জন নারী সদস্যকে। যারা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকতার নেতৃত্বে বিশেষ অবদান রেখেছেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এবারের বিশেষ সংকলন ‘কণ্ঠস্বর’ উৎসর্গ করা হচ্ছে শহীদ সাংবাদিক সেলিনা পারভীনকে। কণ্ঠস্বরের মোড়ক উন্মোচন করবেন জাতীয় সংসদের স্পিকার।

পাশাপাশি থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান- পঞ্চকন্যা, উদীচীর পাশাপাশি ডিআরইউর নারী সদস্যদের পরিবেশনা।

এছাড়া শেষ দিন ১০ মার্চ, ২০২১ বুধবার, সকাল ১১টায় ডিআরইউ’র নারী সদস্য ও সদস্য পরিবারের নারীদের জন্য ব্রেস্ট স্ক্রিনিং টেস্ট, জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং টেস্ট এবং এর প্রতিরোধে সচেতনতা তৈরিতে চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা।