কাল ফেনী নদীর মৈত্রী সেতু উদ্বোধন করবেন মোদি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৮ ১৯:৫৯:২৭
বাংলাদেশ ও ভারতের মধ্যখানে অবস্থিত ফেনী নদীর ওপর নির্মাণ করা মৈত্রী সেতু মঙ্গলবার (৯ মার্চ) উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাংলাদেশের রামগড়ের সঙ্গে ১.৯ কিলোমিটার দীর্ঘ এই সেতু ভারতের সাবরুমের যোগাযোগ স্থাপন করবে। ভারতের ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন ১৩৩ কোটি রুপি ব্যয়ে এই সেতু নির্মাণ করেছে।
এ ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সেতু নির্মাণের ফলে ত্রিপুরার সঙ্গে চিটাগাংয়ের যোগাযোগ সহজ হবে। কারণ, সাবরুম থেকে চিটাগাংয়ের দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার।
এ সময় নরেন্দ্র মোদি সেতু উদ্বোধনের পাশাপাশি সাবরুমে একটি ইন্টিগ্রেটেড চেকপোস্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সানবিডি/এনজে