জমি ইজারা নিবে পেনিনসুলা চিটাগং

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৩-০৯ ১০:০৯:৩৫


পুঁজিবাজারের তালিকাভুক্ত ভ্রমণ ও পর্যটন খাতের কোম্পানি দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা পর্ষদ চট্টগ্রাম বন্দর এলাকায় দশমিক ৩০ একর অতিরিক্ত জমি ইজারা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে ৩০ বছরের জন্য চুক্তি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পেনিনসুলা চিটাগং লিমিটেডের ইউনিট-২ এর ফাইভ স্টার হোটেল পেনিনসুলা  এয়ারপোর্ট গার্ডেন প্রকল্পের জন্য বিদ্যমান এ জমি ইজারা নেওয়া হবে। ৩০ বছরের ইজারা চুক্তি ২০ বছর পর নবায়ন করা যাবে। মোট স্কয়ার ফিটের ভাড়া ১৩ হাজার ৬৮ টাকা। বার্ষিক ভাড়া দিকে হবে ১৭ লাভ ১০ হাজার টাকা এবং ভ্যাট ২ লাখ ৫৬ হাজার টাকা। ৫ বছর পর পর মোট ভাড়ার উপর ১০ শতাংশ বৃদ্ধি পাবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১০:০৫/৯/৩/২০২১