ত্রিদেশীয় সিরিজে
জামালকে নিয়ে বাংলাদেশ দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২১-০৩-০৯ ১৭:৪৩:২০
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নেপালে ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে জাতীয় দলের প্রাথমিক দল ঘোষণা করেছে। ভারতের আইলিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলা জামাল ভূঁইয়াকে দলে রাখা হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ )বিকেলে সংবাদ সম্মেলন করে ২৪ সদস্যের এই দল ঘোষণা করে ফেডারেশন।
এবার জেমির সাথে দেখা যাবে নতুন পাঁচ মুখ। তাদের চারজনই ডিফেন্ডার। বসুন্ধরা কিংসের রিমন, মুক্তিযোদ্ধার ইমন, মেহেদী ও মোহামেডানের হাবিবুর রহমান সোহাগ। একমাত্র নতুন ফরোয়ার্ডও মুক্তিযোদ্ধার মেহেদী হাসান।
আগেই প্রাথমিক দলে নতুন মুখের চমক দেখা যাবে বলে ইঙ্গিত দেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।
ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ১৪ মার্চ। আগের দিন কোভিড টেস্ট করা হবে খেলোয়াড়দের। ওইদিনই রিপোর্টিং করতে বলা হয়েছে ফুটবলারদের। এরপরে ১৮ বা ১৯ মার্চ নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে প্রাথমিক দলে থাকা ফুটবলারদের।
বাংলাদেশের ২৪ সদস্যের প্রাথমিক দল
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, আশরাফুল রানা, শহিদুল ইসলাম সোহেল।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, ইমন, মেহেদী হাসান, সোহাগ।
মিডফিল্ডার: মানিক মোল্লা, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি, রাকিব, বিপলু, সাদ উদ্দিন, জনি, সোহেল রানা, মোহাম্মাদ আব্দুল্লাহ।
ফরোয়ার্ড: সুমন রেজা, মেহেদী হাসান, সুফিল, মতিন মিয়া।