১৮ শতাংশ চা রফতানি কমেছে ভারতের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৯ ১৪:০৮:৫৮


মহামারি করোনা পরিস্থিতিতে গত বছর বিশ্বের দ্বিতীয় শীর্ষ চা রফতানিকারক দেশ ভারতের চা রফতানি কমেছে ১৮ শতাংশ। দেশটিতে ২০২০ সালে দেশটির চা রফতানির পরিমাণ ছিল ২০ কোটি ৪০ লাখ কেজি, যেখানে ২০১৯ সালে দেশটি ২৫ কোটি ৫০ লাখ কেজি চা রফতানি করেছিল। খবর টাইমস অব ইন্ডিয়া।

গত বছর পরিমাণের হিসাবে ভারতের চা রফতানি কমেছে ৪ কোটি ৪০ লাখ কেজি। তবে ভারতের চা রফতানি কমলেও এর শীর্ষ প্রতিযোগী দেশ কেনিয়ার ক্ষেত্রে তা আগের তুলনায় বেড়েছে।

এ ব্যাপারে পরিসংখ্যানে জানা গেছে, ২০২০ সালে কেনিয়ার চা রফতানির পরিমাণ ছিল ৫১ কোটি ৯০ লাখ কেজি। এর আগের বছর দেশটি থেকে ৪৯ কোটি ৭০ লাখ কেজি চা রফতানি হয়েছিল। অর্থাৎ দেশটির চা রফতানির পরিমাণ তার আগের বছরের চেয়েও ২ কোটি ২০ লাখ কেজি বেড়েছে। কভিড-১৯ মহামারীর প্রভাবে বিশ্ববাজারে ৭ কোটি ৬০ লাখ কেজি কমে চা রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৮২ কোটি ৪০ লাখ কেজিতে।

সানবিডি/এনজে