বাণিজ্য বাধা দূরীকরণে সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৯ ১৪:২০:২৫
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বাধা দূরীকরণসহ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগীতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। আর ভারতের বাণিজ্য ও শিল্প সচিব মি. অনুপ ধাওয়ানের নেতৃত্বে অংশ নেয় ভারতীয় প্রতিনিধি দল। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বিএসটিআই, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, রপ্তানী উন্নয়ন ব্যুরোসহ (ইপিবি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের প্রতিনিধি অংশ নেন।
এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সূচনা বক্তব্যে উভয় দেশের দলনেতা বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন। বাংলাদেশের বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন তার বক্তব্যে মুজিব বর্ষ, ঐতিহাসিক ৭ মার্চ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রেক্ষাপটে প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বন্ধুত্বপূর্ণ অঙ্গীকার তুলে ধরেন। পরে উভয় দেশের মধ্যকার বাণিজ্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
সানবিডি/এনজে