সাত মাসে ৯৭৮ কোটি ৭০ লাখ ডলার বাণিজ্য ঘাটতি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-০৯ ২০:১২:৩৩
চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম সাত মাসে ৯৭৮ কোটি ৭০ লাখ ডলার বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের জুলাই-জানুয়ারি বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে ভারসাম্যের (ব্যালেন্স অব পেমেন্ট) ওপর করা হালনাগাদ প্রতিবেদনে এ তথ্যে পাওয়া গেছে।
এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের ব্যালেন্স অব পেমেন্টের তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরের প্রথম সাত মাসে ইপিজেডসহ রফতানি খাতে বাংলাদেশ আয় করেছে দুই হাজার ২১৩ কোটি ডলার। এর বিপরীতে আমদানিবাবদ ব্যয় করেছে ৩ হাজার ১৯২ কোটি ডলার। সেই হিসাবে সাত মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৯৭৮ কোটি ৭০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় ঘাটতির এ পরিমাণ প্রায় ৮৩ হাজার ১৯০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।
বাংলাদেশ এই সময়ে পণ্য রফতানি করে তার আগের বছরের তুলনায় এক দশমিক ০২ শতাংশ কম আয় করেছে। বিপরীতে পণ্য আমদানির ব্যয় আগের বছরের চেয়ে দশমিক ২৬ শতাংশ কমেছে। দেশের অভ্যন্তরে বিনিয়োগের চাহিদা কম থাকায় আমদানিজনিত চাহিদাও কম ছিল। তাই আমদানি ব্যয় তেমন বাড়েনি। তবে দেশের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ চাঙা থাকায় বাণিজ্য ঘাটতি কম হয়েছে। প্রথম সাত মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।
সানবিডি/এনজে