সাইফের সেঞ্চুরিতে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৯ ২০:২২:১৫
সাইফ হাসানের সেঞ্চুরির পর শামীম হোসেন ও তৌহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে আয়ারল্যান্ড উল্ভসের বিপক্ষে তৃতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। নির্ধারিত ৫০ ওভারের ২৭ বল হাতে থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে গেল তরুণ টাইগাররা।
প্রথম ম্যাচে আইরিশ অল-রাউন্ডার রুহান প্রিটোরিয়াসের কোভিড পজিটিভ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা হয়, দ্বিতীয় ম্যাচে শেষ ওভারে জয় পায় উঠতি টাইগাররা।
আজ তৃতীয় ওয়ানডেতে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ অধিনায়ক ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সফরকারীদের।
ব্যাটিংয়ে নেমে আইরিশ ওপেনার রুহান প্রিটোরিয়াস রান আউট হয়ে সাজঘরে ফেরেন মাত্র ৭ রানে। যে কী না গত ম্যাচে খেলেন ৯০ রানের ইনিংস।
শুরুর ধাক্কা সামলে নেন আরেক ওপেনার জেমস ম্যাককলাম ও জেমি ললর। ললরকে ২১ রানে ফেরান মুকিদুল ইসলাম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আইরিশরা।
অধিনায়ক হ্যারি টেক্টর করেন ৩৬ রানে। তাকে ফিরিয়েছেন তৌহিদ হৃদয়। কার্টিস চ্যাম্পারের বড় ইনিংস খেলার পথে বাধা নেন সুমন খান। ৪৩ রানের মাথায় সাজঘরে ফেরান এই পেসার।
ওপেনার জেমস ম্যাককলাম ৪০ রান করে বিশ্রামে যাবার পর লরকার টাকার খেলেন লম্বা ইনিংস। মূলত তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহ পায় আইরিশরা। শেষ পর্যন্ত ৮৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই আইরিশ মিড অর্ডার। যদিও তার সঙ্গে যোগ্য সংগ দিতে পারেননি বাকিরা।
পঞ্চাশ ওভারে ৭ উইকেটে ২৬০ রান তোলে আয়ারল্যান্ড উল্ভস। বাংলাদেশ ইমার্জিংয়ের হয়ে ৩ উইকেট নেন মুকিদুল। এছাড়া ১টি করে উইকেট নেন সুমন খান ও তৌহিদ হৃদয়।
জবাবে ব্যাট করতে নেম ওপেনার তানজিদ হাসান ১৭ রানে বিদায় নিলে খানিক বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর ১৬ রান করে ফেরেন মাহমুদুল হাসান জয়ও।
খানিক বাদে ইয়াসির আলীর (১৩) উইকেট হারিয়ে ভালো বিপদে পড়ে স্বাগতিকরা। তবে একপাশ আগলে রাখেন ওপেনার সাইফ হাসান। তৌহিদ হৃদয়কে নিয়ে তুলে নেন শতক। দলকে ১৯৫ রানে নিয়ে সাজঘরে ফেরেন ১২০ রান করে। বাকি পথটা ভালোমতোই সামলে নেন তৌহিদ ও শামিম হোসেন। তৌহিদের ৪৩ ও শামিমের ৪৪ রানে ভর করে ৪.৩ ওভার হাতে রেখেই ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় উদীয়মান টাইগাররা।
আইরিশদের হয়ে ২ উইকেট নেন গ্যারেথ ডেনলি, ১টি করে উইকেট নেন পিটার চেজ ও রুহান প্রিটোরিয়াস।