প্রতি মণে ১২০ টাকা বেড়েছে চিনির দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১০ ১৪:১৮:৩৫


গ্রীষ্মকালীন মৌসুমে চাহিদা বৃদ্ধি ও আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাড়ছে চিনির দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণে পণ্যটির দাম বেড়েছে ১২০ টাকা। রোজার মধ্যে চাহিদা বেড়ে গেলে দাম আরো বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম কাস্টমসের দেয়া তথ্যমতে, গত এক বছরে দেশে চিনির দাম প্রতি মণে ৫০০ টাকা বেড়েছে।

বন্দরনগরী চট্টগ্রামে অবস্থিত দেশের ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, দুদিন আগেও মণপ্রতি চিনি বিক্রি হয়েছে ২ হাজার ২৭০ টাকায়। গতকাল একই মানের চিনি বিক্রি হয়েছে ২ হাজার ৩৯০ টাকায়। ডিলারদের নিষ্ক্রিয়তা, টিসিবির মাধ্যমে চিনি বিক্রির পরিমাণ কমে যাওয়া এবং ডিলার-বহির্ভূত প্রতিষ্ঠানের কাছে সরকারি চিনি বিক্রির পরিমাণ বেড়ে যাওয়ায় বেসরকারি মিলগুলো চিনির দাম বাড়িয়ে দিয়েছে। তাছাড়া আসন্ন রমজান সামনে রেখে বেসরকারি মিলগুলোতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় প্রতিদিনই বাড়ছে চিনির দাম। রমজান উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা চিনি মজুদ করে রাখছেন বলেও অভিযোগ উঠেছে।

সানবিডি/এনজে