মিডল্যান্ড ব্যাংকের এটিএম বুথ এখন রাসিক ভবনে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১০ ১৫:০৫:১০
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ভবনের উপশাখায় মিডল্যান্ড ব্যাংকের এটিএম বুথ উদ্বাধন করা হয়েছে।
মঙ্গলবার (৯মার্চ) রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এটিম বুথের শুভ উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ক্লাস্টার হেড ও শাখাপ্রধান কুদরত-ই-খোদা মো. সামিউল করিম।
অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহ-তায়ালার কাছে দোয়া কামনা করা হয়।
গত বছরের ৩১ ডিসেম্বর রাজশাহী সিটি করপোরেশন ভবনে ব্যাংকের একটি উপশাখার উদ্বোধন করে মিডল্যান্ড ব্যাংক।