দর বৃদ্ধির শীর্ষে লুব-রেফ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১০ ১৬:১০:৪৩


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ২৮ হাজার ৮৮ বারে১ কোটি ৩২ লাখ ১৩ হাজার ২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৩ কোটি ৪৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এসএস স্টিলের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪২ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪৯৫ বারে ৯০ লাখ ৮৯ হাজার ৮১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৬৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৩৩ বারে ৪ লাখ ৪৯ হাজার ৭৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ২৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ৭ দশমিক ২৮ শতাংশ, বার্জার পেইন্টসের ৬ দশমিক ০৩ শতাংশ, ফরচুন সুজের ৫ দশমিক ৪০ শতাংশ, লিবরা ইনফিউশনের ৪ দশমিক ২৯ শতাংশ, একটিভ ফাইনের ৩ দশমিক ৯৫ শতাংশ, ওয়ালটনের ৩ দশমিক ৭৭ শতাংশ ও লিন্ডে বাংলাদেশের শেয়ার দর ৩ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:১০/১০/৩/২০২১