হাতের কাজের পোশাকের সফল উদ্যোক্তা তানু ভুঁইয়ান
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-১০ ২০:২৩:৫৭
মহামারি করোনার ছোবলে পৃথিবী যখন অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত।সেই সময়ে ঘরের কোণে বসে অনলাইনের মাধ্যমে অনেকেই বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করার প্রচেষ্টা চালিয়ে গেছেন।তাদের মতই একজন তানু ভুঁইয়ান।সকল বাঁধা এড়িয়ে এগিয়ে গেছেন অদম্য প্রচেষ্টায়।পেয়েছেন সফলতা।তার এগিয়ে যাওয়ার গল্পটি তিনি বলেছেন সানবিডি প্রতিনিধিকে।
‘আসসালামু আলাইকুম। আমি তানু ভুঁইয়ান নোয়াখালীর মেয়ে স্বামীর চাকুরীর সুবাদে থাকি ঢাকায়। আমরা তিন ভাই বোন।ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতাম নিজে কিছু একটা করবো, মা বাবার পাশে দাঁড়াবো।কিন্তু আমার কোনও আশাই পুরণ হয় নি।খুব বাজে ভাবে ছোট বেলা কেটেছে।যাক ওইসব না শেয়ার করি।তারপর আসি সংসার জীবনে। মোটামুটি চলছে আমাদের সংসার।হাসবেন্ড প্রাইভেট কোম্পানিতে চাকুরী করে। বিয়ের পাঁচ বছর পর ছেলে সন্তানের মা হই।আলহামদুলিল্লাহ মোটামুটি চলে যাচ্ছে।ফেসবুক তো সেই ২০১০ সাল থেকেই চালাই।সব সময় ভাবি বাসায় বসে যদি কিছু করা যেতো। বাট কয়েকবার করতে যেয়েও পারিনি। ভালো কোন সোর্সও পাইনি।’
তানু ভুঁইয়ান বলেন,‘করোনাকালীন সময়ে কোম্পানি যখন হাসবেন্ডের বেতন কমিয়ে দিয়েছে তখন তো আরও বেশী কিছু একটা করার ইচ্ছে জাগছিল। জুলাই মাসের ১৩ তারিখে আমার কাজিন বড় আপু আমাকে নাশিমা আক্তার নিসা’র প্রতিষ্ঠা করা উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম উই গ্রুপের বিবরন দিয়ে সেখানে এড করায়। এই গ্রুপে এড হয়ে দেখলাম কত প্রচন্ড পরিশ্রমী আপু ভাইয়াদের সফলতার গল্প।’
তিনি বলেন, ‘সেখান থেকে অনুপ্রেরণা পেয়ে আস্তে আস্তে আমিও পোশাক নিয়ে কাজ শুরু করি।হাতের কাজের পণ্য নিয়ে বেশী করতেছি।আলহামদুলিল্লাহ উইতে ভালোই সাড়া পেয়েছি। এখনও শিখছি যাতে সামনের দিন গুলোতে আরও ভালো কিছু করতে পারি।’
তিনি ব্যবসার কাজের জন্য একটি ‘সেলিং ভ্যারাইটি আইটেম’ নামে ফেসবুকে পেজ চালু করেছেন।যার মাধ্যমে পণ্যের প্রচার ও সেল করার কাজ করে থাকেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,‘ আমার উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে চাই যাতে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং আমার বিজনেসকে বৃহৎ পরিসরে এগিয়ে নিতে চাই ।
সানবিডি/ফাহমিদ জামান