এনআরবিসি ব্যাংক ও এসকেএস ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১০ ১৯:০৩:৪৯


এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি ব্যাংক) ও এসকেএস ফাউন্ডেশনের এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে চেয়ারম্যান এস এম পারভেজ তমাল এর উপস্থিতিতে স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন ও এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আহম্মেদ লিটন।

চুক্তির আওতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে আর্থিক সেবার আওতায় আনার লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনআরবিসি ব্যাংকের পরিচালক লকিয়ত উল্লাহ, এ এম সাইদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।