বিশ্ববাজারে বেড়েছে তামার দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১১ ১৪:১১:৫৩


বিশ্ববাজারে ফের বেড়েছে তামার দাম।সম্প্রতি চীনের আমদানি বাড়ার মধ্য দিয়ে বিশ্বাবাজারে এ ধাতব পদার্থের মূল্যও আগের তুলনায় বেড়েছে। সম্প্রতি ক্রেতা পরিসংখ্যানের এক উপাত্তে দেখা যায়, ২০২০ সালের তুলনায় চলতি বছরের প্রথম দুই মাসে চীনের তামা আমদানি ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এ পরিসংখ্যান মূল্যবান ধাতুটির চাহিদা জোরদারেরই ইঙ্গিত বহন করে। খবর মাইনিং ডটকম।

এদিকে চীনের বাজারে ধাতুটির চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারেও এর দাম বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর মূল্য দশমিক শূন্য ২ শতাংশ বাড়তে পারে বলে মনে করছেন তারা। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি টন তামার মূল্য দাঁড়াবে প্রায় ৯ হাজার ১৫ ডলার।

এ ব্যাপারে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস বলছে, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীনে অপরিশোধিত তামা ও তামাজাত পণ্য আমদানির পরিমাণ ছিল ৮ লাখ ৮৪ হাজার ১০ টন, যা তার আগের বছর আমদানীকৃত ৮ লাখ ৪৪ হাজার ৭২৩ টনের চেয়েও বেশি।

সানবিডি/এনজে