ইয়াং গ্লোবাল লিডার নির্বাচিত হলেন মাশরাফি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১১ ১৪:৪২:৩৬
প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করে থাকে।
এ বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১১২ তরুণ নেতাকে নির্বাচিত করেছে ফোরাম। এই তালিকায় দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ১০ তরুণ নেতার মধ্যে মাশরাফি একজন।
‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হওয়া ব্যক্তিরা ইকোনোমিক ফোরামের সঙ্গে মিলে পৃথিবীকে আরও উন্নত করার জন্য বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে অংশ নেবেন।
সানবিডি/এনজে