১০০ বিলিয়ন ডলার ক্লাবে ওয়ারেন বাফেট

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১১ ১৯:২৫:২৪


১০০ বিলিয়ন ডলার সম্পদের তালিকায় স্থান করে নিয়েছেন মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট।বুধবার (১০ মার্চ) প্রথমবারের মতো এই মাইল ফলক স্পর্শ করেছেন বার্কশায়ার হাথাওয়ের মালিক ৯০ বছর বয়সী বাফেট। তার প্রতিষ্ঠানের শেয়ারের দাম এ বছরই বেড়ে রেকর্ড গড়েছে। আর এই পথই বাফেটকে পৌঁছে দিয়েছে ১০ হাজার কোটি ডলারের বিলিয়ন ক্লাবে।

তবে, যুক্তরাষ্ট্রের এই ধনী ব্যবসায়ীর সম্পদের কিস্তি হয়তো আগেই নোঙ্গর করতে পারতো ১০ হাজার কোটি ডলারের বন্দরে। কিন্তু তিনি শুধু সম্পদের পাহাড়কে অনন্য উচ্চতায় নিয়ে রেকর্ড গড়ার বদলে ব্যয় করেছেন দাতব্য সংস্থায়। ২০০৬ থেকে বার্কশায়ার হাথাওয়ে কোম্পানিটির অন্তত ৩ হাজার ৭শ’ কোটি ডলার লভ্যাংশ দান করে দিয়েছেন বাফেট। তিনি শুধু সম্পদ কল্যাণে ব্যয় করেই ক্ষ্যান্ত হননি, অন্য ধনী ব্যক্তিদেরকেও উৎসাহীত করেছেন দান করতে। করেছেন ক্যাম্পেইনও।

এদিকে মাত্র চার মাস আগেই আর এক শীর্ষ ব্যবসায়ী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস তার সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদে ব্যয় করেছেন ৪শ’ কোটি ডলার। আর ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ফোবর্সের র‌্যাংকিং থেকে ছিটকে পড়েছেন। কিন্তু অন্যদিকে এই সময়ের মধ্যে ওয়ারেন বাফেটের সম্পদ বেড়েই চলেছে। বার্কশায়ার হাথাওয়ে কোম্পানির শেয়ারের দর ১৫ শতাংশ বেড়েছে। প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে ৪ লাখ ডলারে। এর পাশাপাশি বেড়েছে বাফেটের বিনিয়োগ। করোনা মহামারিতে প্রযুক্তি পণ্যের ব্যবহার ও বিক্রি বাড়ায় বেড়েছে শেয়ারের দাম।

বার্কশায়ার হাথাওয়ে ১৯৬৫ সালে ওয়ারেন বাফেট দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত ছিলো একটি টেক্সটাইল কোম্পানি। আর এখন একজন সফল ব্যবসায়ী বাফেটের জাদুর ছোঁয়ায় ৯০ টির বেশি ব্যবসা পরিচালনা করছে এই কোম্পানি।