প্রবাসীদের কল্যাণে কুয়ালালামপুরের সহযোগিতা কামনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১১ ১৯:৫৭:৪১
মালয়েশিয়ায় যেসকল অনিয়মিত কর্মী রয়েছে তাদের নিয়মিত করা ইস্যুতে চলমান রিক্যালিব্রেশন কর্মসূচিসহ বেশ কয়েকটি বিষয়ে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান-এর কাছে সহযোগিতা চেয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারওয়ার।
এ ব্যাপারে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানানের সঙ্গে বৈঠক করেন হাইকমিশনার মো. গোলাম সারওয়ার। বৈঠকে হাইকমিশনার এমন সহযোগিতা চেয়েছেন।
এই সহযোগিতাগুলোর মধ্যে আছে, বিদেশি কর্মীদের উন্নততর আবাসস্থল নিশ্চিত করা, বিদেশি কর্মীদের করোনার টিকাদান, করোনা পূর্ববর্তী সময়ে ছুটিতে বাংলাদেশে গিয়ে ফিরে আসতে না পারা কর্মীদের ফেরত আনা এবং নতুন কর্মী নিয়োগসহ প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা।
সানবিডি/এনজে