২২ মার্চ ঢাকা সফরে আসছেন নেপালের প্রেসিডেন্ট

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১১ ২০:৫২:১৩


চলতি মার্চ মাসের ২২ তারিখ বাংলাদেশ নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি বাংলাদেশ সফর করতে পারেন বলে বৃহস্পতিবার দেশটির একটি গণমাধ্যম জানিয়েছে।

প্রেসিডেন্ট ভান্ডারির প্রেস উপদেষ্টা টিকা ধাকাল দেশটির ইংরেজী দৈনিক রিপাবলিকাকে বলেছেন, দুটি (বাংলাদেশ, নেপাল) সরকারই ভান্ডারির সফরের প্রস্তুতি নিচ্ছে। তবে, এই সফরের সঠিক তারিখ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘ সফরটি মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পরই আমরা আনুষ্ঠানিকভাবে সফরের তারিখ ঘোষণা করব। সব ঠিক থাকলে প্রেসিডেন্ট ভান্ডারি ২২ শে মার্চ ঢাকায় পৌঁছবেন। সফরটি দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে।’

সানবিডি/এনজে