নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৩-১১ ২৩:০৬:৩১


নতুন উদ্যোক্তা তৈরির জন্য স্বল্প সুদে ৫০০ কোটি টাকার ‘স্টার্ট-আপ ফান্ড’ নামে একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে ৪১২তম বোর্ড সভায় এই তহবিলের অনুমোদন দেয়া হয়।

একুশ বছরের বেশি বয়সী একজন উদ্যোক্তা নতুন ও উদ্ভাবনী উদ্যোগের জন্য এ তহবিলের আওতায় ঋণ পাবেন। একজন উদ্যোক্তা সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ নিতে পারবেন। তবে ঋণের সুদ হার হবে ৪ শতাংশ এবং এর মেয়াদ হবে সর্বোচ্চ ৫ বছর।

জানা যায়, কেন্দ্রীয় ব্যাংকের তহবিলের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরিচালন মুনাফা থেকে ১ শতাংশ অর্থ নিয়ে নিজস্ব স্টার্টআপ তহবিল করতে হবে। এই তহবিল গঠনের শুরু বছর হিসেবে ২০২০ সালকে ধরতে হবে। আগামী ৫ বছর এই তহবিল গঠন করবে ব্যাংকগুলো। নিজস্ব তহবিল থেকে যে ঋণ দিবে ব্যাংক সেটির সুদহারও হবে ৪ শতাংশ।

‘স্টার্ট আপ তহবিলের অধিকে একজন উদ্যোক্তা শুধুমাত্র একবার ঋণ গ্রহণ করতে পারবেন। তবে উদ্যোক্তার শিক্ষাগত যোগ্যতা, কারিগরি অভিজ্ঞতা, ব্যক্তিগত, সামাজিক ও গ্রুপ গ্যারান্টিকে জামানত হিসেবে গ্রহণ করা যাবে।

উদ্যোক্তা মাসিক বা তিন মাসিক ভিত্তিতে ঋণ পরিশোধ করতে পারবেন। এছাড়া সঠিক সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে তা বিদ্যমাণ নিয়ম অনুযাই খেলাপি হবে। তবে এ ক্ষেত্রে ব্যাংকগুলোতে প্রভিশন রাখতে হবে কম।

নতুন তহবিল বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়ার এন্ড ইনফরম্যাশন সার্ভিস (বিএএসআইএস) এর সভাপতি আলমাস কবীর বলেন, এই ধরনের তহবিল ইনোভেশন কালচারকে উৎসাহী করবে। গত সাত আট বছর ধরে দেশে ‘স্টার্ট আপ চালু হলেও চার পাঁচ বছর ধরে সফলতা পাওয়া শুরু হয়েছে।

অনেক বিদেশি বিনিয়োগও আসছে। এখন পরযন্ত ৩শ মিলিয়ন বিদেশি বিনিয়োগ এসেছে বলে তিনি জানান। এমন বাস্তবতায় নিজেদের অর্থে গঠিত তহবিল নতুন ও তরুণ উদ্যোক্তারা আরো বেশি উৎসাহী করবে।

তবে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা যাতে তৈরি না হয় সেদিকে খেয়াল রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, অন্টারপ্রেনিয়া সাপোর্ট ফান্ড (ইএসএফ) নামে ২% সুদে একটি উদ্যাক্তা সহায়তা তহবিল থাকলেও নানা জটিলতার জন্য এই তহবিল থেকে ঋণ নিতে উৎসাহী হন না নতুন উদ্যোক্তারা।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিম আলমগীর বলেন, এটি অবশ্যই নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর। তবে এটি হতে হবে কোন ধরণের সুদ ছাড়া।

বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজম বলেন, বাংলাদেশ স্টার্ট-আপ নিয়ে আমাদের ধারণা পরিস্কার না। স্টার্ট-আপ মানি হলো জিরো দিয়ে শুরু করা। এখন এই প্রতিষ্ঠান জিরো থেকে শুরু করে সুদ দিবে কিভাবে। স্টার্ট-আপ ব্যবসা করে লভ্যাংশ দিবে, না হয় বড় প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়ে ইক্যুইটিসহ লভ্যাংশ ফেরত দিবে। শুরুতেই সুদ ধরিয়ে দিলে তার পক্ষে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়।

তিনি বলেন, নতুন উদ্যোক্তারা ব্যবসার আইডিয়া নিয়ে আসবে। আমরা তাকে ফান্ড দিবো। এক সময় দুই পক্ষই লাভোবান হবো। অন্যথায় সম্ভব নয়।