অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে একমত অষ্ট্রেলিয়া
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১১ ২২:৪২:০৯
গতিশীল অর্থনীতির কারণে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে বাংলাদেশ।এই প্রেক্ষাপটে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,কৃষি, পানি ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, আইসিটি, প্রতিরক্ষা ও সুমদ্র অর্থনীতিসহ অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে দুই দেশ। এছাড়া বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে যে সুযোগ রয়েছে, সেগুলো গ্রহণেও যে চ্যালেঞ্জ রয়েছে, তা একসঙ্গে মোকাবিলা করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে ঢাকা ও ক্যানবেরা।
এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশনে এ বিষয়গুলো আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মোহাম্মাদ তালহা ও অস্ট্রেলিয়ার পক্ষে ঢাকা দূতাবাসের প্রথম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গ্যারি কোয়ান। বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সুফিয়ুর রহমান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রিওয়ের অংশ নেন।
সানবিডি/এনজে