১০ শতাংশ শুল্ক কমল আতপ চাল আমদানিতে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১২ ১৪:২০:৫৩


দেশের অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে এবার ‍আতপ চালের আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।হয়েছে। এর আগে এক আদেশে সিদ্ধ চাল ও ব্রোকেন রাইসের ক্ষেত্রে আরোপিত আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং সমুদয় সম্পূরক শুল্ক হতে শর্তসাপেক্ষে অব্যাহতি প্রদান করা হয়েছিল। এবার সেই তালিকায় আতপ চালকে অন্তর্ভুক্ত করা হলো। তবে উভয় ক্ষেত্রে বাসমতী চালকে শুল্কছাড়ের আওতার বাইরে রাখা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশোধিত আদেশে শর্তসাপেক্ষে একই সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। এর আগে আমদানি শুল্ক ও সম্পূরক শুল্কসহ বিভিন্ন চার্জ মিলিয়ে মোট ৬২ দশমিক ৫০ শতাংশ কর দিতে হতো। এর ফলে বাসমতী ও অ্যারোমেটিক চাল ছাড়া সব ধরনের চাল আমদানিতে এ শুল্ক সুবিধা পাওয়া যাবে। আর এ আদেশ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগেগত ২৫ ফেব্রুয়ারি খাদ্য মন্ত্রণালয় থেকে নন-বাসমতী আতপ চালের শুল্ক কমানোর জন্য এনবিআরকে অনুরোধ করে চিঠি দেয়া হয়। এরও আগে ৭ জানুয়ারি চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে সিদ্ধ চাল ও ব্রোকেন রাইসের ক্ষেত্রে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়।

সানবিডি/এনজে