ইসরায়েলে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১২ ১৯:৩৭:১৮
ইসরায়েলের বিভিন্ন খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
বৃহস্পতিবার (১১ মার্চ) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর উপ-প্রধান শেখ মোহাম্মদ বিন জায়েদের ফোনালাপের পর এই ঘোষণা দেওয়া হয়।
সংযুক্ত আরব আমিরাত ১০ বিলিয়ন ডলারের সাহায্য ইসরাইলের জ্বালানি, শিল্প উৎপাদন, পানি, মহাকাশ, স্বাস্থ্যসেবা, কৃষি-প্রযুক্তি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করবে।
এর আগে বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রীর আবুধাবি সফরের কথা জানানো হলেও পরে জর্দানের নিজ আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় সফর বাতিল করা হয়।
গত বছরের সেপ্টেম্বরে ইবরাহিমি চুক্তির আওতায় এই বিনিয়োগ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতামূলক সম্পর্ককে এগিয়ে নেওয়ার উদ্যোগ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৫ সেপ্টেম্বর সম্পাদিত এই চুক্তির মাধ্যমে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত স্বাভাবিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে অর্থনীতি, বাণিজ্য, জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়।
সূত্র : খালিজ টাইমস।