হিলিতে ২৮ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৩ ১৬:০৭:৩৪
মহামারি করোনা পরিস্থিতির মাঝেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ কোটি ৪৯ লাখ ৬৯ হাজার টাকা বাড়তি রাজস্ব আদায় হয়েছে। এ সময়ে বন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১৯১ কোটি ৭৯ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ২২০ কোটি ২৮ লাখ ৬৯ হাজার টাকা।
জানা গেছে, শুধু ফেব্রুয়ারিতেই বন্দর থেকে ১৬ কোটি ৬৫ লাখ টাকা বাড়তি রাজস্ব আদায় হয়েছে। অর্থবছরের বাকি চার মাসে লক্ষ্যমাত্রা ছাপিয়ে বাড়তি রাজস্ব আদায়ের আশা করছে কাস্টমস কর্তৃপক্ষ।
এ বিষয়ে হিলি স্থল শুল্কস্টেশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরে হিলি স্থলবন্দরকে ৩১৪ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে অর্থবছরের শুরু জুলাইয়ে লক্ষ্যমাত্রা ছিল ৬ কোটি ৭৬ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৪৩ কোটি ২৮ লাখ টাকা। আগস্টে ১৩ কোটি ৫৪ লাখ টাকার বিপরীতে ২০ কোটি ৮৬ লাখ, সেপ্টেম্বরে ৯ কোটি ৯৭ লাখ টাকার বিপরীতে ২০ কোটি ৬৩ লাখ, অক্টোবরে ১৮ কোটি ৪১ লাখ টাকার বিপরীতে ১৮ কোটি ৬৮ লাখ, নভেম্বরে ৩১ কোটি ৬৩ লাখ টাকার বিপরীতে ২৬ কোটি ৬০ লাখ, ডিসেম্বরে ৫২ কোটি ৫৭ লাখ টাকার বিপরীতে ২২ কোটি ২১ লাখ, জানুয়ারিতে ২৮ কোটি ৩৭ লাখ টাকার বিপরীতে ২০ কোটি ৮১ লাখ ও ফেব্রুয়ারিতে ৩০ কোটি ৫৪ লাখ টাকার বিপরীতে ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
সানবিডি/এনজে