বাংলাদেশের মতো সুযোগ পৃথিবীর আর কোন দেশে নেই: শিবলী রুবায়াত
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-১৩ ১৯:২২:৫১
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবায়াত-উল-ইসলাম বলেছেন, বাংলাদেশের মতো সুযোগ পৃথিবীর আর কোন দেশে নেই।
শনিবার (১৩ মার্চ) কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, আমাদের প্রাইমারিলি ডিসাইড করতে হবে যেটাকে নেসেসিটিজ বলি অন্ন ,বস্ত্র , বাসস্থান। ক্রমান্নয়ে আমরা এগ্রিকালচারে ভাল করছি।
‘কৃষি খাতে বাংলাদেশ ভালো করছে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কৃষি খাত ভালোই করে যাচ্ছে, সেজন্য আমরা স্বনির্ভর হতে পেরেছি। আমাদের পোশাক খাত বিশ্বের বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। অগ্রাধিকার বাজার সুবিধা বা জিএসপির কারণে আমরা এই সুবিধা পাচ্ছি।’
তিনি বলেন, ‘সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সবাই চাই ভালোর দিকে যেতে। মাথাপিছু আয় সাড়ে পাঁচশ ডলার ১২ বছরের মধ্যে চারগুণ বাড়াতে সক্ষম হয়েছি। এই প্রবণতা ধরে রাখা গেলে এটা পাঁচ হাজার ডলারে উন্নীত করা কঠিন হবে না।’
প্রডাক্টিভিটি দিয়ে লস কমিয়ে আনতে হবে বলেও তিনি জানান।