স্পিড স্টার শোয়েব আখতারের নামে স্টেডিয়াম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৩ ২০:০৩:০১


পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত খান রিসার্চ ল্যাবরেটরি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শোয়েব আখতার ক্রিকেট স্টেডিয়াম রাখা হয়েছে।

আট হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট অনুষ্ঠিত হয়। তবে ক্রিকেটের চেয়ে ফুটবলে এই মাঠ বেশি ব্যবহার হয়।

গতিময় বোলিংয়ের জন্য পিন্ডি এক্সপ্রেস নামে খ্যাত শোয়েবের জন্ম রাওয়ালপিন্ডিতে। জন্ম শহরের স্টেডিয়াম নিজের নামে হওয়ায় যারপরনাই খুশি ৪৫ বছর বয়সী এই ক্রিকেটার।

বিগত ১৯৯৭ থেকে ২০১১ পর্যন্ত পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটের ২২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন শোয়েব। এর মধ্যে ৪৬ টেস্টে ১৭৮, ১৬৩ ওয়ানডেতে ২৪৭ আর ১৫ টি২০-তে ১৯ উইকেট শিকার করেন তিনি। তবে উইকেট নেওয়া বোলিংয়ের চেয়ে জোরে বল করার জন্য বিশেষ পরিচিতি পান তিনি।

সানবিডি/এনজে