সুইডেনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির পরিকল্পনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৪ ২১:৩১:২২
সুইডেনের সঙ্গে চলমান অর্থনৈতিক সর্ম্পককে আরও বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।ওই দেশের সঙ্গে প্রথাগত উন্নয়ন নির্ভর সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করে বাণিজ্য, বিনিয়োগ ও জ্ঞান-বিজ্ঞানে অংশীদারিত্ব বাড়াতে চায় বাংলাদেশ।
আজ রবিবার (১৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা-বিষয়ক মন্ত্রী পার ওলসন ফ্রিধ সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর একটি বক্তৃতা অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ইউরোপিয়ান ক্রেতাদের আরও দায়িত্বশীল আচরণে উৎসাহিত করার জন্য সুইডেনকে আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘কোভিড পরিস্থিতি মোকাবিলায় এটি বাংলাদেশকে সহায়তা করবে।’
এ সময় সুইডিশ মন্ত্রী তার বক্তব্যে তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের প্রতি সুইডেনের কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে।’
সানবিডি/এনজে